একুশে ফেব্রুয়ারি


"মাগো, ওরা কি বলছে এসব?
বাংলা ভাষী আমাদেরকে কথা বলতে হবে উর্দু?
উন্মাদ মস্তিষ্ক জিন্দা চোয়াল যাক! 
মাতৃভাষা বাংলা ত্যাগ কেন কথা বলব উর্দু?


এমনি পাশবদ্ধ হয় কী ধরায়?
যে অন্যের মাতৃভাষা দাবিয়ে রেখে -
চারিয়ে দিতে চায় ওদের ভাষা জোর-জবরদস্ত! 
অন্য ভাষান্তর উপর অনাকাঙ্ক্ষিত?
কেন নেব মাথা পেতে এ হেন অন্যায় আবদার?
মাতৃভাষা বাংলা ত্যাগ কেন কথা বলব উর্দু?


গাভীর দুধের মত পুষ্টিকর,
পরিশুদ্ধ দুপেয়ে জলের মতো জীবন রক্ষাকারী -
সহজসাধ্য, মধুর ও আদুরে বাংলাকে-
অনাদর করতে চাইছে জিঘাংসা আলী জিন্দা!
প্রাণান্তকর পরিবেশ আমি বাংলাদেশই থাকবো,
মাতৃভাষা বাংলা ত্যাগ কেন কথা বলব উর্দু?"


সেদিন ২১শে ফেব্রুয়ারিতে দৃঢ়তা চিরনবীন-
অকুতোভয় সন্তান বুকের তাজা রক্ত দিয়ে
বাংলা মায়ের রেখেছিল সম্মান।
তাঁদের ওই সুমহান ত্যাগ বাঙালি জাতি
রেখেছে হৃদয়ের চিলেকোঠায়।
বিশ্ববাসী জানিয়েছে বাংলাকে -
বিরল আন্তর্জাতিক সম্মান।