কবিতা : ফেবু আসক্তি!
কবি     : চিত্তরঞ্জন সরকার
তারিখ  : ১১।০৩।২১
...................................


মনোজের কিছুই ভাল লাগছে না -
অস্থির হয়ে যাচ্ছে সে কেন  জানি না!
কারণ খুঁজে পাচ্ছে না সে কোন মতেই!
শান্তির উৎস পেতে সে খুবই ব্যগ্র!
কিন্ত হায় সেতো সুদূরপরাহত -
খেতে শুতে হাঁটতে নাচতে অথবা আড্ডা দিতে -
কোনটাতেই স্বস্তি পাচ্ছে না সে!
শুধুই ক্রমবর্ধমান অসহিষ্ণু বিশৃঙ্খল অস্থিরতা!!


সমস্যাটি খুব বেশি দিন আগে শুরু হয়নি -
বড়জোর সপ্তাহ দুয়েক হবে,
তার পূর্বে সে অত্যান্ত খুশি ছিল!
সব কাজ সে করতো আনন্দের সাথে।


তাকে বিমর্ষ দেখে
একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু হিসেবে -
কখনোই কেউ বসে থাকতে পারেনা,
আমি তো পারতামই না!


মনোজের মন খারাপ,
বিষাদগ্রস্ত, নিস্ক্রিয় হয়ে পরেছে!
তাই নিয়ে গেলাম তাকে মনোরোগ বিশেষজ্ঞের চেম্বারে -
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী।


ডাক্তার সাহেব অনেক প্রশ্ন জিজ্ঞেস করলেন-
শুনলেন বন্ধুর নিকট হতে,
তাঁর যাপিত গত ছয় মাসের আটপৌরে কার্যকলাপের
চুলচেরা পুঙ্খানুপুঙ্খ বর্ননা!


শেষে ডাক্তার তাঁকে প্রেসক্রিপশনে
কোনই ঔষধ নির্দেশনা দিলেন না!!


শুধুই লিখেছেন-
দিনের মধ্যে একবার করে হলেও
কমপক্ষে ২০ মিনিট
ফেসবুকে কানেক্টেড থাকবেন!!!
খুব আশ্চর্যের প্রেসক্রিপশন!
জীবনের প্রথম দেখলাম!!


জানলাম সে গত এক পক্ষকাল ধরে -
আর্থিক অনটনে ও সাময়িক ব্যস্ততায়,
সারাদিন ফেসবুকে একবার হলেও কোনভাবেই
ঢুঁ মারতে পারেনি বেচারা !!


দিন দুই পরে,
সখার সঙ্গে গেলাম দেখা করতে -
কেমন আছে এখন সে ? তা জানতে-
দেখলাম বন্ধু আগের মতোই স্বাভাবিক!!
বরং পূর্বের তুলনায় আরও ভাল!!!


ধন্যবাদ মন ভালোকারী আনন্দদায়ী ফেসবুক!
কী তোমার  অমিবার্য অদম্য মোহনীয় মহিমা!!


ফেসবুক,  তুমি তাহলে কী?
রোগীর আসক্তি নাকি মহৌষধি!!