পৃথিবী বড়ই বিচিত্র ক্ষেত্র!


কেউ বলে এ মহী সুন্দর,
       এমনি হয়েছে সৃষ্টি!
কেউ নেই সৃষ্টিকারক ব্যক্তি-
স্বয়ংক্রিয়ভাবে হয়েছে কৃষ্টি-বৃষ্টি!!


কেউ তো বলেই ফেলে
        ঈশ্বর! সে তো একটি ধারণা!
আনন্দ করো, স্ফুর্তি করো
          আপনাতেই পাবে প্রেরণা!!


অবশ হয়ে কালক্রমে -
এমনিতেই সৃষ্টি হয়েছে,ভেবেই আনন্দ হারা!
স্রষ্টা বলতে মহাবিশ্বে কেউ আছে?
                 শুধুই নেই নেই করে তারা!!


কিন্তু যখন মৃত্যুর আগে
      দেখা দেয় যন্ত্রণাদায়ক জরা।
তখন মনে প্রতিভাত হয় সত্যিকারেই-
      কেউ তো চালাচ্ছে এই ধরা!!


         পরম-ঈশ্বর নাম তাঁর!!