বিবাহ : পবিত্র প্রতিজ্ঞাসমূহের আধার!


বিশেষভাবে ভার বহনের দ্বায়িত্ব গ্রহণ যে অনুষ্ঠানে।
কন্যা হয় ধন্য, বিশ্ব ধর্মতত্ত্বে তাহা বিবাহ বাখানে।।


নারীর মান-সম্ভ্রম আর লজ্জা-ভূষণাদি সংসারে।
অপমান, শ্লাঘা আর যাতনাদি পুরুষেরা সংহারে।।


তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার।
তোমায় সাথে নিয়ে হয়ে যাব অন্তিমে ভবনদী পার।।


তুমি মোরে দক্ষ ও উত্তম গাইড হয়ে ধর্মপথে চালাবে।
অসৎ কর্মে ব্রতী হলে, তক্ষণাৎ সদা সৎ পথ দেখাবে।।


অন্ধকার হতে আলোর পথে নিয়ে যাবে তুমি।
পুত্রী- মাতা- জায়া হয়ে ত্রাতা হবে,ধন্য এ ভূমি।।


তোমার সুরক্ষা আমি করে যাব চিরদিনী।
প্রয়োজনে শক্তি যুগিয়ে থেকো মহীয়সী অর্ধাঙ্গিনী।।


সহধর্মিণী হইও সদাই তুমি হয়ে অনুগামিনী।
পতিব্রতা হইও তুমি, কস্মিন না বিপথগামিনী।।


পরস্পরের প্রতিজ্ঞা রক্ষায় পাইব মোক্ষমুক্তি।
ঘরে-বাইরে এক হলে, হইবে উত্তমা ঈশ্বর -রতি।।


বিবাহে আমরা আজি হলেম একে-অপরের পরিপূরক।
চির ভাস্বর হোক অদ্যকার সনাতনী পবিত্র স্বারক!!