'' প্রতীক্ষা ''


জীবনের চালিকাশক্তি কারো যদি না থাকে।
অথবা সেটা মৃত নির্জীব পরে শরীরেতে রাখে।।
অসাড় হয়ে যায় জীবন,থাকেনা কোন মানে!
চারিদকে বিরাজ করে শুধুই হতাশা মনে-প্রাণে।।


বার বার ব্যর্থ হলেও যে বস্তু পরাণে আনে শক্তি।
নষ্ট জীবনের মূল্য যোগায়, জীবনকে দেয় শান্তি!!
'প্রতীক্ষা' তার নাম যা ছাড়া জীবন স্থবির অচল।
আশা-লতা বৃদ্ধি পায়, ভবসমুদ্রের একমাত্র সম্বল!!


আশাযুক্ত ব্যক্তি ব্যর্থ হয়েও থাকে প্রাণবন্ত!
পরাভব কভূ না মানে, না হয় সে অশান্ত!!
পৃথিবীর ইতিহাসে সাফল্যে ব্যর্থ সকল ব্যক্তি!
প্রতীক্ষা যন্ত্রে নিজেদেরকে করেছেন প্রকাশিত!!


হতাশ হইও না মন, সমূহ ধৈর্য্য রাখো হৃদয়ে -
সাফল্য আসবেই আসবে, আর দেখা হবে বিজয়ে।।