"পূন্যতিথি মহালয়া''
✍️✍️কাব্যরচনায় : চিত্তরঞ্জন সরকার
                   তারিখ : ০৫-১০-২১ ইং


..........................
নীলাকাশে ভেসে যায় পেঁজা তুলো মেঘ!
কাশফুল, শিশির ভেজা শিউলি বলে-
করুণাময়ী মা দুর্গা আসছেন ঐ দেখ!!


মহামায়া জগজ্জননী আসছেন দুর্গতিনাশিনী।
সকল মায়াপাশ ছিন্ন করেন মহিষাসুরমর্দিনী।।


তাঁর আসার সন্দেশ যখন পাই মহালয়াতে।
আনন্দে রোমাঞ্চিত হই,সাহসী হৃদয়তন্ত্রীতে।।


কৃষ্ণপক্ষের শেষে শুক্লপক্ষের শুরু,দক্ষিণায়নে।
নিখিল বিশ্ব আনন্দে মগ্ন,আদিশক্তির আগমনে।।


পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সাড়ম্বরে শুরু।
নিদ্রিত দেবীর অকালবোধন করেন পুরোহিত গুরু।।


একদিকে দেবী প্রশস্তি গীত,অন্যদিকে শ্রাদ্ধ-তর্পণ।
শ্রীচণ্ডী পাঠে দেবীর আবাহন,পূর্ব-পুরুষদের কল্যাণ।।


মহালয়া পুণ্যতিথি শারদীয় দুর্গোৎসবের পুন্যলগ্নে।
নবরাত্রির নবদুর্গার পূজন শুরু,দেবীর চক্ষুদানে।।


প্রাতঃকালে মাতৃবন্দনায় হয় রত শাক্ত ভক্তগণ।
মহাষষ্ঠীর পূজন অপেক্ষায় থাকে,আরও ছয়দিন।।


এসো মাগো দশভুজা দুর্গা বিপদনাশিনী কল্যাণী।
মহালয়ায় জাগো দেবী শতাক্ষী,মাতা শিবের ঘরনী।