মনে পড়ে কলেজের সেই রঙ্গীন দিনগুলি?
কতই না ছিল বলো মিষ্টি মধুর রুপালি !!
আনিতে তুমি তোমার ওই কমনীয় মূরতি!
আমার সম্মুখে আসি,হাসিতে লাজুক রতি!!


ক্যাম্পাসে ঘুরতাম দু'জনে হাতে রেখে হাত সলাজে-
কখনোসখনো পার্ক ও ধন্য হতো আমাদের পদরজে!


প্রকৃতপক্ষে অনুরাগ প্রবল ছিল তোমার প্রতি-
অন্যথা কখনও না হতো,না হতো প্রেমের বিরতি!!
তোমার কোমল মোহনীয় প্রশান্তির আবেশে!
যেন ডুবে থাকতাম তব মাধুরীতে দিবারাত্রি নির্নিমেষে!!


মাঝে সাঝে সময় আসতো দৈবে এমনি করে-
অপলক দৃষ্টিতে চেয়ে থাকতাম ধ্রুব তোমার তরে।।


মনে পড়লে সেদিনগুলো পুলকিত হই বারে বারে।
ঘরে রেখেছি রঞ্জিত করে স্নেহে ভালোবেসে তোরে।।
প্রথম সোহাগ, স্পর্শ এখনো চিত্তে শিহরণ জাগায়!
প্রার্থনা করি ঈশ্বর-চরণে যেন মোদের চিরযুগল থাকায়।।