সবুজ ঘাসে সবুজ সাপ!


....✍️ চিত্তরঞ্জন সরকার (ধ্রুবালোক)
তারিখ : ১৩-০৬-২০২২ খ্রিস্টাব্দ
~~~~~~~~~~~~~~~~~~~~~~


সবুজ ঘাসে হাঁটতে কতই না পাই আনন্দ!
প্রান সতেজ করে,দূর করে হৃদ ক্লেশ-
সবুজ তাই জীবনের প্রতীক,দূর করে নিরানন্দ!
নিরুপাধি নিরঞ্জনে যুক্ত রাখে বেশ।।


নিশ্চিন্তে বিহার করে যত পরিব্রাজক-
জানে তারা নিশ্চয়ই নেই কোনো সমূহ বিপদ!
তৃণভোজী শাকাহারী প্রাণীদের জীবন রক্ষাকারী-
ইকোপার্ক,ঘেসো মাঠ সবুজ তৃণে বিস্তৃত।


সবুজ ঘাসে সবুজ আহীর ও থাকতে পারে!
যদিও বা ঘাসে থাকে মিশে-
বোঝার সাধ্য তো থাকবে না!
সবুজ ঘাসে সবুজ সাপ, ওরে বাপরে বাপ!
সহজেই বিপদগ্রস্ত হতে পারে জীবন-প্রদীপ!!


গাছের পাতার মতন, সবুজ লতানো গুল্মের ন্যায়,
হরিদ বর্ণের বিষধর ভুজঙ্গ যদি থাকে মিশে সবুজেপত্রে!
বিপদ আসতে,দংশন খেতে,জীবন পাতে-
লাগে কি ক্ষণমাত্রও বিলম্ব? শবদেহ পেতে!


বর্ণচোরা মানুষে পূর্ণ যদি হয় সমাজ সংসার!
শুধুমাত্র লেবাসে তুলসী বনের বাঘ প্রতিপন্ন হয়!
ভেতরে-বাহিরে একই মানুষের দুই রূপ বরাবর!
প্রতি পদে হয় মহাবিরম্বনা! সহজেই জীবন সংশয়!
মুহুর্তেই পাল্টি খাওয়া উন্নত দ্বিপদ প্রাণীগুলোকে-
যমদূতের চাইতেও মনে হয় বেশি ভয়ংকর!!


সবুজ ঘাসে সবুজ নাগ সুযোগে ছোবল মারে!
বুঝা যায় না সে বিষধরের উপস্থিতি কদাপি !
কখন বসাবে তাঁর করাল কামড়,সত্যিই অবোধ্য!
নিমিষেই রঙ্গ পাল্টানো মানুষ গুলোকে সবুজ সাপই মানি !!


চাইনে এহেন দুর্বোধ্য ভয়াল ছদ্মবেশী রক্ষাকারী!
প্রাণ হন্তারক কূটকর্মা নয়,
চাই স্বতঃপ্রণোদিত  কল্যাণকারী।