এই পৃথিবীর সব তোমাদের থাক
আমার থাক কেবল এই আকাশ
মেঘবিধূর ধুসর অথবা অবারিত নীল ;
হৃদয় কেমন করা আষাঢ়ের উচ্ছ্বল জল !  


থাক নীল আকাশের নীচে সুনীল সমুদ্র
কিংবা বাঁধভাঙা নদী , যার বুকে
আগামীর স্বপ্ন এঁকে যায় অস্তগামী সূর্য ;
শৈশব, কৈশোর এক রেখায় মিলিয়ে দিক
সেই জলে ভাসুক পূর্ণিমা চাঁদ !


এই ফটিক চাঁদের জোছনায় কেউ ঘর ছাড়ে ছাড়ুক
তাতে  বাঁধা নেই আমার
চুপটি করে বসে থাক এক নৌকো ,  
যার একমাত্র যাত্রী আমি অথবা চাইলে থাকতে পারো তুমিও
নৈশব্দে ,যেন ঘুম না ভাঙে পৃথিবীর ।


নির্জনে সৃষ্টির সৌন্দর্য দেখার চোখ
দুটো আমার এমনই থাক !
আমি অপলক , বিস্ময় , বিভোর সুখে
কাটিয়ে দেবো অনন্তকাল !