হৃদয়ের গহনে
   যে তোমাকে রাখে
নিভৃত নিরালায়
    যে তোমাকে ভাবে
বিরহ বেদনায়
   কাতর হয়ে থাকে
অন্ধ , বোবা রূপে
   দ্বারে দ্বারে ঘুরে
পথের ভিখিরি সম
   পথে পথে ফেরে
যে তোমাকে ভালবেসে
  বারে বারে মরে
তাকে ছেড়ে তুমি
  কার হাত ধরো ?


অর্থ মুল্য দিয়ে কেন
  মনটাকে মাপো
প্রেমের মুল্য
অর্থে হয় নাকো !


ভালবাসার অলংকারে
   বাঁধো তারে হৃদ মাঝে
সে যে তোমাতেই লীন হয়ে
  একাকার নীলাচলে
নিজেকে হারায়ে শেষে
  পথের ধুলোয় মেশে ।


তারে তুমি মাথায় তুলে রাখো ।


প্রেমের উদ্ভাসিত আলোকছটায়
   স্বর্গ লুকিয়ে হাসে
ভ্রষ্ট প্রেমে তুমি যাবে গো মরে ।


প্রেমের মজনুরে তুমি কাজল করে রাখো ।


এ জগতে মজনুকে পাওয়া দায় হবে ।