বালিহাঁস দল বেঁধে নামে ঝিলের ধারে
লাল সাদা শাপলা ফুটে কাজলা ঝিলে,
সবুজ শ্যামল রূপের বন্যা ছেয়ে গেছে চারিধারে
সেথায় অবাক আকাশ চেয়ে থাকে মাটির পানে!


ঘাসের বুকে ঘাস ফড়িং নড়ে
শিউলি ফুল টুকটুক ঝরে পড়ে ,
ঘন সবুজ ধান ক্ষেত দোলে অবিরল
হলুদ সরিষা ফুলের অবারিত হিল্লোল।


সেথায় আষাঢ়ে কদম ফোটে
বর্ষার টলমল জল ঝিকিমিকি করে,
রাতের জ্যোৎস্না মায়াজাল ফেলে
জল তরঙ্গ খেলে ,এ ধরণী তলে!


ধূপছায়া কুয়াশা নামে হেমন্ত ভোরে
নিঝুম রাতে শিশির পড়ে ঘাসের 'পরে
সবুজ পাতা ঢেকে যায় মায়াবী পরশে
ঊষাকালে ভাঙে ঘুম পাখ-পাখালির গানে।



জেলে মাছ ধরে  নদীর কিনারে
আঁকাবাঁকা মেঠোপথ গাঁখানি  ছুঁয়ে আছে ,
রাখাল  গরু নিয়ে ধায় সেই পথ ধরে
পথের দু'ধারে ঘাসফুল অপলক
চেয়ে থাকে সকরুণ চোখে ।।