পলাশের বন থেকে
কৃষ্ণচূড়ার ডালে
আকাশের বুক থেকে
মৃত্তিকা কোলে
আমি যেন মিশে আছি
ঘাসের কাকনে!  


আমি পথ ভোলা পথিক
পথ হতে প্রান্তরে ;
ছুটেছি সেই কালান্তরে
পথের নেই শেষ
আমি পথভোলা অনিমেষ  ।

আমি কেবলি হারিয়ে যাই
অবারিত আলোর মেলায়
নীল ঢেউয়ের সীমান্তে
ঠিকানাহীন অজানায় !


বিমূর্ত আলোর খেয়ায়
মিশে যাই গোধুলীর রঙে
মাধবী সন্ধ্যার মায়াজালে
ভেসে থাকি এক স্বপ্নিল গালিচায় ।



আমায় টানে এক অচীন বাঁশির সুর
আমি তাই ধাই দূর হতে দূর
পথ থেকে পথে মনন অভিলাষে।
মাটির গন্ধ আমায় কেবলি কাছে টানে
এমনি অগনিত ভালবাসা নিয়ে
মিশে যাই আমি পাখির কলতানে !!