বিষণ্ণ ডাহুকের মত
আমার উন্নাসি মন ,
প্রজাপতির পাখায়
নৈশব্দ কুয়াশায়
খুঁজে ফেরে শৈশবের ঘ্রাণ!


নীল কচুরিপানায়
নিঃসঙ্গ  রোদের মায়ায়
স্মৃতি হাতড়ে বেড়ায় অবুঝ এক প্রাণ
ঘাসের শিশিরে ঝলমল উচ্ছ্বলতায়
বেজে ওঠে হারানো দিনের গান।


নিরঝর মন্দিরে নিশিজাগা অরূপ-ছায়ায়
উপছে পড়া তারার মুগ্ধ সীমানায়
সেই কুয়াশা ভেজা চাঁদের মমতায়
খুঁজে ফেরে সেই সুখটান ।


রাখালের চোখে খুঁজে অস্তরাগের ঘ্রাণ
শত জোনাকির ডানায় খুঁজে নিসর্গের প্রাণ
অচেনা ফুলের গন্ধে ভাঙে হৃদয়ের দ্বার
জোছনা প্লাবণে পালাবার স্বাধ জাগে তার।


শিশিরধৌত কলমির কাছে শুধায়
আছে কী তোমার অন্তর গহনে
একটুখানি স্থান?
আমায় দেবে?
আমি আদ্যোপান্ত নিমগ্ন হব
এক জীবনের ক্লান্তির আমার হউক অবসান!