বর্ষা আসে কদম কেয়ার টানে
কদম ফোটে আষাঢ় বরষণে ,
কালো মেঘ ভাসছে গগণ তলে
ঝুম ঝুম ঝুম নামলো বৃষ্টি
ধুসর মাটির টানে
সবুজ আজি অধিক সবুজ
বাঁধ ভাঙা উচ্ছ্বাসে !


নদী জলে বৃষ্টির নৃত্য
বীনা তারের সুরে ,
শ্রাবণের গান বাজে তাই
সব গ্লানি মুছে ফেলে !


আজি বাদল বীণায় মিলনের মহাপ্লাবন
বৃষ্টি ধারায় আমার তৃপ্ত আলিঙ্গন,
আমি যেন ফোটা কদম ফুল,
অঝোর ধারায় ভিজছে শুষ্ক মন
ভিজছে তপ্ত গায়ের চামড়,
উড়ো মন ভাসছে সুখে
মাটির ধরায় বইছে স্বর্গ-নহর
এ যেন সঞ্জীবনী সুধা,
ছুঁয়ে দিলে ই ঘুচে যায়
সব অভিমানের ব্যথা !


বৃষ্টি ছুঁয়ে ছুঁয়ে যাই হারিয়ে
বন পেরিয়ে তেপান্তরের মাঠে
নীলাঞ্জনার বাঁকে ,
অথৈ জলে ভাসছি আমি
তালের ডিঙা সনে
ঢেউ খেলিয়ে হারিয়ে যাব
হাওর ভাসা অকুল বানের জলে
যেথায় চুপটি করে আকাশ ডুবে গেছে
দুকূল ছাপা নীলে !!