সে যেন এক বাউকুন্টা বাতাস
এই বাতা।লাগে যখন।গায়
মন তখন উথলা গীত গায়
এই বাতাসে ফুলের গায়ে আগুন লেগে যায়
পৃথিবীময়  উথলা রঙ চড়ায় ।


আমি তখন রুপ আগুনে ঝাঁপ দিয়ে দিই
এক আগুনে যাই জ্বলে যাই
তবু আমি তারে শুধু চাই !
যে আমারে আপন ভেবে
কোকিল হয়ে মনের বনে ডেকে ডেকে যায় ।


এবার আমি ,
কাব্য কথন বাদ দিয়েছি
দুচোখ ভরে নিচ্ছি কেবল
আগুন ভরা রঙ,
মনের ভেতর রঙের ঘুড়ি
উদাস উদাস ক্ষণ ,
ব্যাকুল হৃদয় শুনছে শুধুই সুখের কুহুতান !


ওই লিলুয়া বাতাস  হাওয়ায় ছড়ায় কত রঙ
অন্তরেতে ধরায় জ্বালা কী করি এখন ।


ফাগুণের হাতে যেন আগুনের হোলি
মনের ভেতরে এক ঝড় দেয় তুলি
যত কথা বলি , তার চেয়ে ঢের কথা
গোপনে নদীতে ঢালি !
হৃদয়ের ভেতরে এক গহীন মরুভূমি ,
বসন্তে সেথায় ফুটে ওঠে অচেনা ফুল  কলি !