চাই না অট্টালিকা
ইট পাথরের খাঁচা
চাই  কাজলদীঘি
ফোটাপদ্ম রাশিরাশি
প্রজাপতির উড়াউড়ি
নিসর্গের ডানায় গড়ি
আপন ভূবনখানি ।


অদূরে বাঁকা নদী -
ঘাটে বাঁধা প্রমোদতরী
ইচ্ছে হলেই প্রেম যমুনায়
ভাসিয়ে দিতে পারি।


চাই অন্তহীন নীল আকাশ
এপার অপার উড়ে সাদা মেঘ
যেন ইচ্ছে হলেই ছুঁয়ে দিতে পারি।


ফাগুন হাওয়ায় বনকুন্থল দুলুক
বসন্তের কোকিল
সুরে মধু মেখে ডাকুক
রাখাল বাঁশি বাজাক
অজানা কোন সুরে
সেই সুরের হাওয়া যেন
আমায় উদাস করে ।


চাই নিঃসীম দিগন্ত
গোধূলি প্রচ্ছদে যেন স্বর্গ ছবি আঁকে
নদীর পাড়ে দূর্বা ঘাসে বসে
দেখব দুচোখ ভরে ,
মন জুড়াব অপার জলে
জল-তরঙ্গ দেখে ।


সবুজ পাতার গান গেয়ে
আমার হৃদয় ছুঁয়ে
মাটির ঘরের দাওয়ায় নামবে
ইন্দ্রনীলার চাঁদ ;
জ্যোৎস্না মেখে তুমি আমি
হব মাখামাখি ;
আমি যেন জলপদ্ম
তুমি কাজলাদীঘি !!