শারদ রাতে জোছনা ছঁুয়ে
শিশির ঝরে ঝিরঝিরে
আবছা ভোরে নামে  কোয়াশা
শাপলা শালুক ভাসে জলশা ।


আমি শিউলি তলায় ,
ভেজা ফুল কুড়োই একেলা
এমনি সুখ রসে মোর বেলা বয়ে যায়
নির্মল নীলাচলে মন পাখনা মেলে দেয়
উড়ে যায় দূরে চিকচিক বালুচরে
মাঝি পাল তুলে অজানায় যায় হারিয়ে !


আমি ঐ কাশবনে হারই
হাওয়ার ডানায় ভেসে
ফুলেল প্লাবনে
মনের সংশয় যায় সব ধোয়ে !


বাঁশবনে হাসে জোনাক
বাঁশি বাজে উদাসে
আমি কম্পিত হই আবেগে
দিনমান - সন্ধ্যাসাঝে ;
কিংবা রাতের আঁধারে !
শারদ রঙ মেখে
আমি ডুবে যাই
তোমার নীল সাগরে!