হেমন্তের আগমনে মন প্রজাপতি সাজে
ঝিকিমিকি করে তাই সোনা রঙ মেখে
কৃষাণির মুখ থেকে হাসি লুটে নিয়ে
একেলা শিশির মেখে নাচে আনমনে
শিউলী তলায় সে ফুলখুকি সাজে।


মৌ মৌ ঘ্রানে মন যেন মৌমাছি সাজে
প্রেমের অভিলাসে বুনোফুল হাসে
এ ধরা ওঠে জেগে সুখের আবেশে
নৈশব্দে কে আসে নির্ঝরের স্বপ্ন-সাজাতে ?


মৃদু মন্দ বাতাসে কী সুর যেন ভাসে
নীলাকাশের সপ্তঋষি রংধনু হাসে !
চুপি চুপি শীত চোখে হেমন্ত আসে
সুখ সুখ ভাবনার ইন্দ্রজাল নিয়ে;
স্বপ্নের মায়াজালে মোরে কে বাঁধে ?


ঐন্দ্রজালিক মৌতাতে ভাসে এ ভুবন
হৈমন্তী খোলে দেয় তার অন্তর গহন
এ সুখ সম্ভার স্বর্গের কিন্নরী, ঢৌকন
অতি সুখে মোর উড়ো উড়ো মন !