আমার শুধু ইচ্ছে করে
আকাশটাকে  দেখতে,
শুভ্র মেঘের নোলক ধরে
মুক্ত হাওয়ায় ভাসতে !
সবুজ সোনা মাঠের বুকে
এবড়ো থেবড়ো নাচতে ।


প্রজাপতির ডানা ছুঁয়ে
বর্ণালী ঢেউ তুলতে
ঘাসের তিলক শিশির সেচে
শৈশব কুড়িয়ে আনতে
অনিঃশেষ ঐ নীল দিগন্তে
কে থাকে তা  জানতে!


আমার শুধু ইচ্ছে করে
নদীর জলে ডুবতে
ইচ্ছে করে পথ হারিয়ে
পথের মাঝেই থাকতে ,
উচ্ছ্বসিত অবুঝ মনে
বৃষ্টি জলে নাইতে
গলা ছেড়ে প্রিয় যত গান
উচ্চস্বরে গাইতে ,
বাঁশির সুরে আবেগ ধরে
কী জানি কী ভাবতে !


আমার শুধু ইচ্ছে করে
কাজল বিলে শাপলা ফুলে
আপন ছবি আঁকতে
কিচিরমিচির পাখির গানে
হৃদয়খানি ভরতে
যখন তখন মাঝ*নদীতে
ডিঙি নৌকায় চড়তে !


ইচ্ছে করে ফুল কুঁড়ি হই
শিউলি ফুল তুলতে ,
ঘাসের বুকে শিশির ফোঁটায়
কতটা পানি মাপতে
ইচ্ছে করে জ্যোৎস্না রাতে
অচীন গাঙে  ভাসতে  !