ভয়ঙ্কর আঁধার এক
নেমেছে পৃথিবীতে আবার
রাতের বুকে আঁধার দেখি না
দেখি  আলোর ভেতর আঁধার । .


মানুষে মনুষত্ব দেখি না
পশুতে মানবতার বাস
মানুষ গিলে খায় মানুষ
বাড়ছে মনুষত্যের হা হুতাশ !


মানুষ মানুষের পণ্য
বাহারি দোকান তার
কিনে নিতে পারো দাম যত দাও
মুল্য বাঁধা নাই ।
চাকায় চাকায় পিষ্ট মানুষ
বিচার কাঠগড়ায় ।


মায়ের হাতে সন্তান
আর নিরাপদ নয় ,
পরকিয়া প্রেমের জেরে
আগুনে তারে পুড়ায়
অবৈধ প্রেমের ফসল
ওরা ডাস্টবিনে ফেলে যায়
বাবার হাতে সন্তান খুন
নানা ছল-ছুতায়।


গাজা,সিরিয়া রাখাইন রাজ্যে
মানুষের মূল্য নাই
সভ্যতার মুখোশ পড়ে
নেতাজীরা বড় বুলি আওড়ায়
মানুষ-খেকো হায়েনারা
এখন পৃথিবীটা চালায় ।


কঠিন যন্ত্র- ষড়যন্ত্রের বলি মানুষ
বাঁচার আকুতি জানায়
বলো, কে তা শুনতে পায়?


পৃথিবীতে তাই গভীর আঁধার
এর থেকে পালাবার জো নাই ।
মানবতা যেন কোথায় ?
আয়লান , আরমান এমন হাজার শিশু
এ প্রশ্নের জবাব জানতে চায় !