মানুষগুলো মানুষ বলে,
ইচ্ছেগুলো জমিয়ে রাখে মনে
নয়তো সে পাখি হতো
উড়ে যেতো কোন সুদূরে
নিরুদ্দেশী হাওয়া ভেসে
মিলিয়ে যেতো নীলে |


কবেই সে হারিয়ে যেতো
লাল পাহাড়ের দেশে
হয়তো সে মিশে যেতো
সবুজের ঢেউয়ের শেষে
ফুলের মনে প্রাণ জাগাতো
নীল ভ্রমরা সেজে |


মানুষগুলো মানুষ বলে
ইচ্ছেগুলো বাঁচিয়ে রাখে মনে
নয়তো সে উড়ে যেতো
মায়া নদীর তীরে
হয়তো সে হারিয়ে যেতো
হাজার পাখির ভীড়ে |


নয়তো সে ঘুমিয়ে যেতো
সুখ পাখিদের নীড়ে
হয়তো সে নীড় বাঁধতো
মেঘ- বালকের মনে
হয়তো সে ধরায় নামতো
জ্যোৎস্না মাখার ছলে |


মানুষগুলো মানুষ বলে
ইচ্ছেগুলো জমিয়ে রাখে মনে
নয়তো সে থেকে যেতো
ফুল- কমলের দলে
নয়তো সে শিশির হতো
হিজলতলীর বনে |


নয়তো সে হাঁস হতো
ভরা বর্ষার জলে
হয়তো সে শাপলা হতো
বৃষ্টি ধরবে বলে
দিনের শেষে মিশে যেতো
গোধূলির রংগে |