আজ না হউক, হবে একদিন
ওই বর্ষার জলে ভাসা
চারিদিকে যখন থইথই চাঁদ
জ্যোৎস্না হবে মাখা !  


আমি যাবো একদিন
ওই শাপলার কাছে ,
যেথা জল টলটল
নদীর সাথে হবে কথা |


আমি যাবো একদিন
ওই দিগন্তের কাছে
নদী যেথা নিঃসীম অন্তহীনা
তায় ছোঁয়াব হৃদয় পাতা !


একদিন উড়িয়ে পাল
শিশিরে ভেজাবো মনপাখা |
দূরে, ওই দূর নীলাংগে হারাবো
যেথা মুগ্ধ তারারা জোনাকির সখা |


আমি যাবো একদিন
পিছে ফেলে সব ভাবনা
পিছে ফেলে যাবো এই
অস্থিরকাল, বদ্ধধার সীমানা |


আমি যাবো, ঠিক যাবো
এই স্তবিরতা ভেংগে
পিছে পড়ে থাক যত এই
সংসারধর্ম, জীবনের দেনা |