আমি কিন্তু প্রেমিক নই
যখন সুনীল সাগর জলে পা বুলাই ;
আমি তখন প্রেমিক হয়ে যাই
এমনই আপ্লুত হই
নিজের নাম ভুলে
কেবল তারই নাম বলে যাই !


আমার বুকের ভেতরে অজানা
এক অচিন পাখি ডেকে ওঠে
হৃদয়ের ভেতরে অচেনা
এক কম্পন জেগে ওঠে  ।


মনে হয় এই অকুল নীল জলদি  
আমার জাগতিক প্রেম ?


ঢেউ এসে যখন আমার বুকে
এসে আঁচড়ে পড়ে
তখন এই চেনা পৃথিবী
আমার কাছে অচেনা লাগে ।


এই পৃথিবী আর বাকী যা কিছু আছে সব বৃথা
শুধু সত্য , এই সুন্দরের খেলা ।
আমি এই সুন্দরের ভেতরে ডুবে যাই
গোধূলির পানে চাই
আবার ভেসে উঠি!
আমিতো এতোকাল এমনই চেয়েছি!      


আমি সব ভুলে গেছি
একটি সাগর
ওই -পাহাড়
পাহাড়ের গায়ে অসংখ্য নীল ফুল ।
আমি একা -
নীল আকাশ নিয়ে বেচে আছি!