আমার একটা পোষা সমুদ্র আছে
আছে ক'টা শঙ্খচিল,
আল্মার।যখন ইচ্ছে হয়।
বেরিয়ে।পড়ি।সেই।সাগরের পারে।


রাত হলে তার ;
উত্তাল জলোচ্ছ্বাসের গর্জন শুনি
গর্জনে এক ধরণের নির্জনতা আছে
সেই নির্জনতার এক মাদকতা আছে
সেই মাদকতার আসক্তি আমার পেয়ে বসে!


আবার ভোর হলেই
অলক্ষ্যে হারিয়ে যাই বেলাভূমের মাঝে,
শংখচিলের।ডানায় লেপ্টে
ঢেউয়ের কূল ঘেঁষে উড়ি
মন্ত্রমুগ্ধের মত দেখি।কত।অদেখা।সুখ।


আমি পরিচয়।লুকিয়ে রেখে এমনি করে সকালটা
কাটিয়ে দিই সুখের আবেশে।


আমার  নোনা কষ্টগুলো তার জলাধারে
একাকার করে ভাসিয়ে দিই
অভিমানগুলো উন্মত্ত বাতাসের
গর্জনে উড়িয়ে দিই,
নিজেকে ছুঁড়ে দিই
আকাশ,সমুদ্রের মিলন
মোহনায়।


আহা! উন্মত্ত শিরশিরে
মন ছোঁয়া বাতাসে
বেলাভূমের সব সুখ
আমি  কুড়িয়ে ভরে তুলি
আমার মনপুরার বাড়ি!


যখন সুখেরা উপছে ওঠে
তৃপ্ত চিত্তে ফিরে আসি আপনা ঘরে
সেই সাথে ;
সোনাঝরা  দিনগুলো ফিরে আসে ,
স্মৃতির রংছটা অ্যালবামে
সূর্যডোবা গোধুলী লগ্নে প্রেমলহরী
উঁকি দেয় তখন দূর নীলিমায়....!