আমার ওঠোন জুড়ে সোনা রোদের খেলা
আকাশ জুড়ে শুভ্র মেঘের ভেলা ,
বাতাসে আজ মিষ্টি বেলীর সুবাস
চাঁদের বুকের স্বর্গ সুখের আভাস !


আজ সাঁজ বেলাতে অরণ্যেতে
জোনাক জ্বালায় বাতি !
ভোরের কালে ঘাসের শিশির
করে মাতামাতি !


তারারা সব জ্বালিয়েছে
প্রাণের দীপাবলী
বানের জলে উপছে পড়ছে
বর্ষার জলরাশি !
পুবাল হাওয়ায়
কিসের কানাকানি
ফুল ভ্রমরে দেখি
প্রেমের মাতলামেী ।


কার যেন আগমনী গান বাজছে
থেমে থেমে ,
চাদনেী এসে নেমে মিশে গেছে ,
মনের বৃন্দাবনে !


মোহন কালের শুকতারাটি
কালের সাক্ষী হবে !
নিসর্গের সবুজ বাসর
আজ সাজাল কে যে !


যার সাথে হয়নি দেখা
অন্তপুরে বসত ভিটা ,
এ বেলায় তার মোহন বাঁশি বাজে
গহীন বনের মাঝে ,
আরণ্যক এক রাখাল এসে বলে
তোমার কুঞ্জে কে গো ?
এমন করে হাসে !