কাহার তরে জ্বালাইবো প্রদীপখানি
কাহাকে ই বা শুধাই আমার প্রশ্নবাণী?


ওমরানের চোখে কেন রক্ত ধারা বহে ?
জবাব কি আছে বাহে ?


বিশ্ব বিবেক কোথায় ?
তাহার কপাট বন্ধ কেন ?
তাহার কি কখনও জন্ম হয়েছিল ?
কেউ কি কখনও দেখিয়াছে তাহাকে ?
কোথায় তাহার জন্মস্থান ?
কোন বীজেতে
জন্ম তাহার হয়েছিল ?


আমি দেখিতেছি মানবতার কথা যাহারা বলে
তাহারা আসলে দানবতার খেলা খেলে
তাহাদের হাতে খুনির নিশান মিলে
তাহারাই এখন দখলবাজির খেল খেলে
তাহারাই শুদ্ধ কথা বলে বিশ্ব আসরে।


সমুদ্র সৈকতে কেন আয়লানের নিথর দেহ
মুখ থুবরে পড়িয়া ছিল ?
তাহার কি থাকার কথা ছিল না
মায়ের নিরাপদ ক্রোড়ে ?


ওমরানের বা কি অপরাধ?
মুসলিম হওয়া ছাড়া সে কি আর কোন
অপরাধ করেছিল ?
আইএস কি এই দায় নেবে ?
মুসলিম নিধন করে কেমনে ইসলামি স্টেট
রচনা হবে?


যেদিন আয়লান লাথি মেরেছিল
সভ্যতার মুখোশে লুকানো
মানুষ নামের মানবের মুখে ।
সেদিন নাকি বিশ্ব বিবেক জাগিয়া ওঠিয়াছিল ?
মরল আবার কবে ?
এবারও জাগিয়া ওঠিছে !
হয়তো আবারও জাগিবে কদিন পর
কোন নতুন আয়লানের মৃত্যুপর !


সেদিনও বিশ্ব দেখেছিল অবাক চোখে
আয়লানের অভিমানি দেহখানি,
এবার দেখল ওমরানের রক্তজবা চক্ষু
ঝরছে রক্ত ,নিথর ,ভাবলেশহীন চাহনী
যেন এর চেয়ে বেশিকিছু সে আশা করেনি !