কোথায় এমন পথ সাগর কূলে
ঢেউগুলো সব আঁচড়ে পড়ে বেলাভূমে
বিহান বেলার সূর্য যেন বিশাল থালায়
পুবাকাশটা গিলে ফেলে
আমায় সেথায় নিয়ে যাবে ?


কোথায় এমন বসত ভিটায়
এলোমেলে হাওয়া আসে নদী বেয়ে
ছলছল সেই দুষ্টু হাওয়ায়
শাড়ীর আঁচল নেয় উড়িয়ে
ঘরের বধূ বাইরে এলে
খোঁপার বাঁধন দেয় যে খুলে ।
আমায় সেথায় নিয়ে যাবে ?


কোথায় এমন পথের ধারে
জলমহালে উৎপলেরা নয়ন জলে
সুখের হাসি যায় যে হেসে,
তারই সনে চন্দ্র হাসে
সূর্য হাসে রাত পোহালে !
আমায় সেথায় নিয়ে যাবে ?


কোথায় এমন নীল দ্বীপান্ত
মাথার উপর নিঃসীম আকাশ
টুকরো টুকরো পালক বরণ মেঘ
স্থির ঘুমায় দূর পাহাড়ের গাঁয়
চারিপাশে অথই পানি রঙ ধরে যায়
নীল আকাশের ছায় !


এমন নিটোল হাতে এঁকেছে
কে ,কোন সে পটুয়া ?
আমায় নিয়ে যাবে সেথা ?