শরৎ আসে শ্বেত বসনে
শান্ত স্নিগ্ধ কোমলতায়
স্বেত বসন্ত নিয়ে ।
শুভ্রশ্বেতা নীলা ছোঁয়ে এ বসুধায়
একট রুপ-মাধুরী নামে।
এলোকেশে প্রেমের দেবী হাসে
ধূলির জগৎ মাঝে মনহরিণী নাচে।


আকাশ মাঝে মেঘের ভেলা ভাসে
কোন কারণে হাসে ?
বুঝি প্রেয়সী তার বসে আছে
তারই প্রতিক্ষাতে।
আকাশ আজি অপার নীলে সাজে
উপছিয়া নীল পড়ে ।
সে কি কাশের বনের মাঝে
আসবে আজি নেমে ?
আসুক না,তবে
সাদা আর নীলে মালা আর চন্দনে
শারদরাতে মধুর মিলন হবে!


আজ অলিরা যে পথ ভুলেছে
গুন গুনিয়ে গান ধরেছে
রুপের আকর্ষণে ।


কাশফুলের ঐ বাতানে
ফুল ফোটা ঐ লগনে
চুপিসারে কে ডাকে ?
ছোঁয়ে যাও এই বদনে।


মনের মাঝে সুখের পুলক জাগে
শ্বেত বসনে শরৎ যখন হাসে
আমার ঘরে তালা লাগে
ইচ্ছে করে বাঁধি একখান ঘর
ঘর ছেড়ে ঐ ফুল বনে তোর।