একটা ডায়েরি চেয়েছিলাম ,সেই কবে !
কিছু লেখব বলে ।
হারিয়ে যাওয়া ঢেউয়ের মত
সময়ের তোড়ে কত না রঙ
কত না বেরঙের সময় হারিয়ে গেলো !
সাক্ষী হল না কাগজ কিংবা কালি ।


আজ ডায়েরি আছে ,পাশে কলম ও
শুধু নেই আমি ,সেই আমি -
যার মন পুলকিত হতো বসন্তের যৌবনে
হেমন্তের স্নিগ্ধ পদচারনা-
তার মনের আঙ্গিনায় স্বপ্ন বুনে দিতো !


শরতের শুভ্র ছোঁয়ায় প্লাবিত জ্যোৎস্না
তাকে উদাসী করে দিত ,
আকাশের সাদা মেঘের ভেলায়
করে তেপান্তরে ভেসে যেত !


বর্ষার রিমঝিম হঠাৎ বৃষ্টিতে
রোমাঞ্চনার অতল প্রেমে হারিয়ে যেতো ,
ষষ্ট ঋতুর ভাঁজে ভাঁজে
অবারিত রঙের মহাপ্লাবনে
হারিয়ে যেতো বানভাসির মত !


প্রকৃতির রূপের প্রেমে,
বৈশাখের কৃষ্ণ চূড়ার ঝিরিঝিরি পাতার মায়ায়
মোমের মত যেতো গলে ,
দুষ্টু বাঁশির সুরে যে হত মাতাল
স্বপ্ন ডাঙায় ভর করে
ভেসে যেতে যার ছিল না বারণ
আজ তার শৃঙ্খলিত জীবন,
যেনো বুনো হরিনের বন্দি খাঁচার আবাসন
সব ই আছে ,বেশি -ই আছে
নেই শুধু সেই জীবনের স্বাদ
যেখানে ছিল বাঁধ ভাঙার আওয়াজ !