আমি নারী
থাকি অন্যের বাড়ি ,
তবে সব বাড়িকেই
আমার বাড়ি ভাবি ।
আমার এক হাতে কলম
অন্যহাতে হাড়ি ।


এক হাতে রাঁধি
অন্য হাতে বাড়ি
অবশেষে মনে মনে কাঁদি
আমি পাই না সহযোগী ।


পেটের পূজায় আমি বেহুঁশ
সবাইকে রাখতে চাই খোশ
আমি বাঙ্গালী নারী
নিজেকে দিই ফাঁকি ।
আমি চাইনা কিছু
সবই তো পেয়েছি ।


আমার দেশে হাড়ির তলায়
প্রতিভার ছড়াছড়ি
চাল ধোয়া পানির সাথে করে গড়াগড়ি।
আমি বাঙালী নারী
সংসারকে ভীষণ ভালবাসি
ত্যাগ তীতিক্ষার বিনিময়ে
ফোটাই সবার মুখে হাসি ।
নিজ বিলাস ত্যাগ করে
ধূ্পের মত জ্বলি ।


বিনিময়ে কী পেয়েছি
কী পাব না তা আমি
মোটেও ন' ভাবি
আমি ত্যাগের মাঝেই
সুখ পেয়েছি ;
আমি বাঙ্গালী নারী ।


দুঃখ আমার তখনই হয়
যারে রাখি উদরে
সে রাখে মোরে দূরে বৃদ্ধাশ্রমে
তবু তারেই রাখি হৃদ-কমলে
আছে কী সে ভাল
হয়নিতো বিপদ কোন ?
ভাবি ক্ষণে ক্ষণে !