যেতে পারো তুমি সীমানার ওপাড়ে
কিন্তু তুমিতো রয়েছো পরাণের গহীন ভিতর
চাইলেই কি ছিন্ন করা যায় পরাণের ফানুস ?
তুমি যে পরাণের মানুষ ।


তোমার পায়ের আওয়াজ থেমে যেতে পারে
কিন্তু তুমি যে সুর তুলেছো
পরাণের গহীন ভিতর
তোমার সুরে সুর ওঠে বাতাসে
নীল দরিয়ায় ,
আকাশের মেঘে হৃদয়ের ভাঁজে
সুরের মোহে ভাসে পূর্ণিমার চাঁদ ।


এ সুর বীনা তারে বাজে
এর সুর থামায় আছে কে যে ?


যতদিন রবে বাঙালীর হৃদয় পৃথিবীর বুকে
তুমি রবে নিভৃত নিঃশ্বাসে
তোমার ভালোবাসার সুরে ।


তুমি যে বাজিকর
ছুঁয়ে গেলে অন্তর ।
তুমি ছবি হয়ে রবে অন্তরে
ছায়া হয়ে জেগে রবে মনের আয়নাতে
গেরিলার মত করে চুপিসারে
দাঁড়াবে কি গো হঠাৎ এসে ?
নাম ধরে ডাকবে আবার নতুন করে ।


এ হৃদয়ের গহীনে এখন
শুধুই তোমার বিচরণ
সব্যসাচী লেখক
সৈয়দ শামসুল হক ।