মানবতা লুট করিল কে রে
এবার লুট করিল কে ?
মানবতা যে শিখালো
সে-ই তারে পানি দিয়া পান করিল
এ এক আজব কৌতুক
সুচি জন্ম দিল !


মানবতা লুটাইয়া পড়িল
অং সান সু চির পায়ে
শান্তির পতাকা লয়ে
ঘৃণ্য ভেঙচি কাটে  !
একদিন মানবতা খেলেছিল
তার চোখে মুখে
এবার দানবতা তার ইশারায়
উলঙ্গ হয়ে নাচে !
অং সান সু চির সরকার
মানবতাকে করছে ছারকার ।


আজ বিশ্ববাসির মুখে তালা
তারা কি অমানবের
পূর্ব কালের দাদা ?
তাই কি তারা নিশ্চুপ
কিছুই বলে না ?
নাকি মুসলিম নির্যাতন
দেখতে লাগে ভারী মজা ?


মানবের চোখে ঝরছে পানি
দানবের চোখে আগুন
এই আগুনে পুড়ছে
মানুষ সব , রোহিঙ্গা মুসলিম ।


হিন্দু , বৌদ্ধ , মুসলিম, খৃষ্টান
তা কি  পরিচয় ?
তারা মানুষ সবে এইতো পরিচয় ।
'সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই '
তোমাদের তা বুঝি জানা  নাই ?


মনে পড়ে --
'মানুষের চেয়ে বড় কিছু নেই
নহে কিছু মহীয়ান ।'
তাই মন বলে ,আজ
খোলে দাও হৃদয়ের দ্বার ।


অন্য মন রোখে দাঁড়ায়
যুক্তি দেখায় ,
তাদেরও আছে দেশ ,সরকার
নিজের দেশে মাথা উঁচু করে
বেঁচে থাকার আছে অধিকার ।


মায়ানমার সরকার
অং সান সু চি
সে হয়েছে অসুচী , খুনি
সে নাকি শান্তির প্রতিনিধি !


নাফ নদীতে ভাসছে মানুষ
সুচি উড়ায় দানবতার ফানুস
"মানুষ মানুষের জন্য...."
এ কথা তার কাছে নগণ্য ।