আমি মনকে বানাবো প্রণয়-কুঞ্জ
কোকিলের সুর ভাসবে ফাগুন ধারায় ।
আমার চোখকে বানাবো নব-নীল গগণ
তুমি তাতে ঘুড়ি হয়ে উড়ো অন্তহীন
আমি তোমার সাথে বেঁধেছি হৃদয়-বীণ
তুমি তাতে সুর হয়ে রবে অমলিন ।


তুমি সাঁঝের মায়ায় আমার
আকাশে জ্বালাও সন্ধ্যা-প্রদীপ
হও না যেন আমাবস্যার চাঁদ
গোধূলির আবিরে ভেসে থেকো
হয়ে মায়াঝরা আবেশ চিরদিন ।


তুমি যদি চাও  পদ্ম একটি
এনে দেব এক দীঘি,
তুমি যদি চাও একটি তারা
নামিয়ে  আনব আকাশ
তুমি থেকো শুধু আমার হয়ে
যতকাল বইবে বাতাস !


রেখো না মোরে ক্ষণকালে দূর
পুড়িও না কবু বিরহ বেদনায়
আমি হব যে বেদনা-বিধুর ।