পথের ধারে নাম না জানা ফুল
আমায় আজও করে ব্যাকুল!


বলি ,ও ফুল তুই কোন সে মায়া
মেখেছিস তোর গায় ?
ছুঁয়ে যেতে বারে বারে
বড় ইচ্ছে হয়!


পথে ধারে ঘাসের ফুল ,
তুই ও যে কম নস
এখনও তুই আগের মতই জড়াস
দু'পা ,পথ রুখে দিস ,
আমি কী আর অমন পাষাণ !
ছেড়ে গিয়ে থাকতে পারি দূরে
তাইতো দূরে গিয়ে ফিরি তব তরে
পিছে ফেলে সব পিছুটান !


বিজন পথের ধারে ,
মামার বাড়ির পূর্ব ধারে
সবুজ দীঘির দীঘল জলে
শাপলা ফোটে,
একটু দূরে হাঁসের সনে
কেওরালী ফুল ,
শালুক , সিঙরা ভাসে ।


এমন রুপের বাতান দেখে
আমার প্রাণ ভোমরা ,
চুপিচুপি যায় পালিয়ে শেষে !
যতই বলি , আয় ফিরে আয়
ততই বলে ,এমন রুপের দেশে
বল , কে থাকে ঘরে বসে ?