আমি প্রেমের ইচ্ছে ঘুড়ি
অতি ভারে নাটাই ছিঁড়ে পড়ি
তোমার বাড়ির আড়াআড়ি ;
জলসিঁড়ি নদীর তীরে বাড়ি ।


আমার মনের ভিটায় প্রেমের গহীন বাড়ি
আমি গহন রাতে নদীর তীরে উড়ি
একলা ক্ষণে কার বিহনে , কারে যেন ভাবি
প্রভাত কালে ঘাসের বুকে শিশির ছুঁয়ে পড়ি
আমি নিসর্গের যা দেখি তার প্রেমেই পড়ি ।


যখন জোনাক জ্বালায় অরন্যতে বাতি
জ্যোৎস্নার হাসি আলোতে যায় ভাসি


যখন জলকেলিতে মাতে সূর্যদেবী
গোধূলিতে ভাসায় স্বর্গ-তরী
যখন আপন মাঝি পাল তোলে
দেয় অচিন গাঙে পাড়ি  
আমার তখন প্রেম সাগরে
ডুবোডুবো তরী ...!