আহা ! কী অপরূপ আমার দেশটি
অঙ্গ জুড়ে সবুজ-শ্যামল শাড়ি
সে যেন গো রঙের দেবী
ছয় ঋতুতে নয় রূপিণী
মন হরিণী অনিন্দ্য সুন্দরী!
তবুও আমি গৃহ কোণে কপাট দিয়ে থাকি
আমি নিজের খাঁচায় নিজেই বন্দি পাখি !


বাহিরপানে ডাকে আমায়
রূপ সুধার হেমেলিনের বাঁশি


ইচ্ছে করে বদ্ধ দুয়ার খুলে দিয়ে
শহর ছেড়ে অনেক দূরে
পালিয়ে গিয়ে বাঁচি _


আকাশ যেথায় নদীতে ঘর বাঁধে
সূর্য যেথায় জলের মাঝে ভাসে ।
প্রজাপতি-ঘাস ফড়িং স্বপ্ন পাখা মেলে
জোনাকিরা বনের ধারে সুখের বাতি জ্বালে
নিশিথ রাতে পাতার ফাঁকে জ্যোৎস্না গলে পড়ে ।


সবুজ মাতাল ধানের ক্ষেতে রোদ্দুরে ঢেউ খেল
রুপালী ঢেউয়ে নদীর জলে মায়াবী জাল বুনে
ডুব সাঁতারে মন যেথায় এপার অপার করে
শর্ষে ফুলের রঙ মেখে মন
হাওয়ায় হাওয়ায় দুলে  
ইচ্ছা খুশির কাদা-জলে লুটোপুটি খেলে ।