মহান বিজয় দিবস
তুমি স্মৃতিতে ভাস্বর ,
তুমি বিজয় '৭১ ,
১৬ ই ডিসেম্বর ।


তুমি হৃদয়ে লেখা নাম
মুক্তিসেনার চরণে লাল সালাম ;
যার রক্তের দামে
আমি এই দেশ পেলাম ।


তুমি ' উন্নত মম শির
ঐ শিখর হিমাদ্রীর '
তুমি জয়ের বিজয় নিশান
বুকের গহীনে লাল সবুজ
রঙ তুলির কোমল-পরশ
হৃদয়ের স্মৃতিসৌধ ।


তুমি বাংলা গানের সুর
'সব ভুলে যাই তাও ভুলি না
বাংলা মায়ের কোল ।'
তুমি হৃদয়ে মাটির সুর
তুমি লাঙল তুমি জোয়াল
মাথায় গামছা -বক্ষে বহুত জোর ।


আমি তোমার ডাকে যুদ্ধে নামি
শোষকের বুকে আঘাত হানি
ছিনিয়ে আনি লাল সবুজের রেশ
ভালোবাসার রঙ তুলিতে
আঁকি বাংলাদেশ ।


দিকে দিকে বাজে বিজয়ের গান
আমার উল্লাসে কাঁপে প্রাণ
ভেঙে যায় সব বাঁধার শৃঙ্খল
সুখের জোয়ারে সব ভেসে যায় ।
তুমি জয় বাংলার জয়
'৭১ এর বিজয় ।


তুমি ১৬ ডিসেম্বর
আকাশ জুড়ে সুখের কবুতর  
তুমি অগুনতি ত্যাগ
তবু প্রাপ্তি অফুরান
তুমি বাঁধন হারা প্রাণ
তুমি শাশ্বত , তুমি অমলিন
শিখা অনির্বাণ ।