নিঃশব্দে স্বপ্নের মাঝে
আমার শৈশবের দিনগুলি ফিরে আসে
রাতভর কেটে যায়
ঝোপেরে আড়ালে
বনপাখিদের ভিড়ে
কিচিরমিচির কোলাহলে
আমি ফিরে যাই হারানো তিমিরে !


জোড়বিলার জলে হাঁসগুলি ডাকে
আমি জলজ কলমির সাথে থাকি ভেসে
শাপলা, কেয়া
জাপটে ধরে আমায়
বলে সেই যে হারালে ;
অবেলায় আজ বুঝি এলে !


রাখালে বাঁশি বাজে
নিরবধি হৃদয়ের ধার ঘেঁষে
বহে রুপালি নদী।
শ্রোতা রূপে নীরবে
কানপেতে শুনি
সবুজ ধান ক্ষেতে কিষাণের ধ্বনি
হাঁকডাক হালের গরুগুলি
ফিরে যায় বেলা গোধুলি
অদূরে জ্বলে নিভে
ঝোপের জোনাকি !


ক্ষেতের আ'লে ঘাসের শিশির
জড়িয়ে ধরে মায়ায় ,
মাসকলাইয়ের সবুজ ডাকে ,
ফিরে যাই স্মৃতির গহন বেলায়
কে যেন ডাকে আড়ালে
ডাকে একান্ত বেদনায়।


আমি ভাবি আনমনে
মেঠোপথে কত দূরে হারিয়ে ,
কত কথা কত মায়া লয়ে
ফিরে এসেছি ঘরে !
দিনগুলি মোর স্মৃতির পাতায়
নিরন্তর চেয়ে থাকে।