এ যেন চিত্র-যাদুকরের শিল্প-কর্ম ,
শিল্পের হাঁট সবুজ ফসল ,
ফসলের দিগন্ত গরুর গাড়ি
কৃষকের খড়ের বেণিতে আগুন
হুকায় দম নেয়া ,
ছেড়ে দেয়া ধোঁয়ার বাতাস ।


ধানের ক্ষেতের পাশ মাড়িয়ে মেঠোপথ
মেঠো পথে বাউলের উঁচিয়ে তোলা হাত
একতারায় গান তোলার ঢঙ ;
একটুখানি বাউল গানের সুর
যেন এক মহাকবির কাব্যিক সিম্ফন।


হৃদয়ের গহীন থেকে ওঠে আসে
কোনো মরমী আবেদন ;
সেই পোড়া মাটির ঘ্রাণ
হৃদয়ের কোঠরে লুকানো
কোনো সুখের স্পন্দন!


মাঠের এক পাশে বটের ছায়ায় রাখাল
তার বাঁশির উম্মাতাল সুর
যেন এক করে দেয় আকাশ মাটি
আর মানুষের হৃদয় ,
বাতাস যেন উত্তাল প্রেমের গল্প লেখে  
সেই সুরের মূর্ছনায় !


সৃষ্টির এক অপরূপ রূপকল্প নিয়ে
কৃষাণি বধু নামে
ধান শুকানোর চিত্রকর্ম নিয়ে,
হাওয়ায় উড়ায় ধানের চিটা
সুখের দোলায় চড়ে ,
ওঠোন ভরে ওঠে তখন সোনারোদ
আর সোনাবরণ ধানে !