সুখ যদি চাও তবে
যেও  নদীর কাছে
তারে তুমি ঠিক পাবে
ভাসা নদীর জলে
অস্থির হিম জলপদ
ঝরণার কলকলে ।


ভোরের আবাহনে  
শিশির ভেজা ঘাসে
সুখের ছোঁয়া পাবে ,
সে সুখ তুমি ভরে রাখো
তোমার হৃদয় ভাঁজে
জীবনের তরে ।


অনাবিল খোলা হাওয়ায়
সুখেরা যায় উড়ে
একপ্রান্তর সুখ তুমি
হাত বাড়ালেই নিতে পারো
মুঠো মুঠো ভরে!


গোধুলির নির্জন ক্ষণে
যেও শালুক বিলে
মুছকি হাসা ফুলে
হৃদয় পাতা পাবে
সুখেরা আসবে নিটোল পায়ে
আন্দ্যোপান্ত সুখে
তোমায় ভাসিয়ে দেবে ।


দিনশেষে ভেসে যেও
জোনাক-তারার দেশে
তারাও মিটিমিটি হেসে
তোমায় ভালবাসা দেবে ।


স্নিগ্ধ কোন রাতের মায়ায়
যেও সাগর তীরে
নীলাভ আলোয় রাঙিয়ে হৃদয়
একলাটি যাও হেঁটে ,
জ্যোৎস্না প্লাবন দেখো
সেথায় তোমায় নিয়ে ভাসে ।