বসন্তের মাথা খায় মাঘ
চৈতে খায় লেজ !
মনের ভেতর ক্ষেদ
সুখ আসে না সুখ আসে না
আসলো কিন্তু কপালে সইলো না !


এই পৃথিবীতে সুখ বড় ক্ষণস্হায়ী
তবু আশা নিয়ে বসে থাকি
আসবে রথে সুখের পালকি !


জীবন তুমি কী এমনই ?
তবে পাবো কী ?
অনেকতো ভেবেছি
ভেবে আর লাভ কী !


এ ভবে   লাভ কী ?
কতটুকু হেসেছি
দুঃখকে ভুলে গিয়ে
স্বপ্নের ভেলায় কত চড়েছি !


জীবন এক অসম জ্যামিতি
কখনও সুখ
কখনও দুর্গতি
যেন পাড় ভাঙা নদী
ভাঙতে থাকলে থামতে চায় না
পিছু নেয় অভিশপ্ত দুর্মুখী ।