সালাম রফিক বরকত জব্বার
লহ হাজার সালাম
বুকে নিয়ে এক বৃক্ষ পলাশ
শহিদ বেদী ছুঁয়ে দাড়ালাম !


হাত উঁচিয়ে কপালে ঠেকাই
বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই
তোমাদের ক্ষয় নাই !
অশ্রু জলে বলে যাই
তোমাদের বুকে দিয়েছি ঠাঁই
ভুলি নাই , তোমাদের ভুলি নাই !


আজি ঝরাপাতারা মর্মরে ওঠে বেদনায়
পলাশ শিমুল ক্রোধে দাঁড়িয়ে রয়েছে ঠায়
কোকিল ফেব্রুয়ারী এলে মুখ খোলে
বাংলায় কথা কয় ;
শহিদের নাম ধরে দোয়েল
শোক-সারি গান গায় ।


আমার বর্ণমালায় তোমাদের মুখায়ব হাসে
'২১ এলে তোমাদের স্মৃতি এখানে ওখানে ভাসে
মাটিতে রক্তের দাগ জেগে ওঠে ;
আমি কেবল দাঁড়িয়ে দেখি বেদনা ভরে ।


বর্ণমালার বয়স যত
আমার ও বয়স তত
আমার যেন জন্ম সেদিন;বর্ণমালার মত
ভাইয়ের রক্তে স্নাত !


আমার ভাষা ভাইয়ের রক্তে ভেজা
কেন বা '২১ রক্তে ভেজালে তোরা ?
তোরা নরপশু তোরা হায়েনার দল
বেঁধেছিলি মোদের পায়ে শিকল
করেছিলি কত অকারণ ছল
করতে তবু পারিসনি ধমন !
তোদের তরে বুক ছিড়ে আসে অভিশাপ
তোদের নেই কোন মাফ !


কেন বা কেড়ে নিলে
আমার ভাইয়ের তাজা প্রাণ
সেই রক্তের দাম
হয় না প্রতিদান ?
অহর্নিশ বুকে চাপে জগদ্দল পাথর
মাথায় অবিরল চিন্তন
ভাইয়ের হয়না যেন অযতন !


আমার হৃদয়ে অনুরণিত হয়
সেই শ্বাশত গান ,
''আমার ভাইয়ের রক্তে রাঙানো
২১ শে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি ?''
তোমাদের নাম জপে
যেন বাংলার বুকে মরি ।।