'ভাবুক'ভাবিছে কত কি নিয়ে
নির্জন নিরালয়ে বসিয়া;
তা দেখে সঙ্গের সখা
চলে গেছে হাসিয়া।


সখা শুধু নয়,সবাই কয়
'ওতো' বড্ড অলস;
সে হয়তো ভরাতে জানেনা
পানিতে একটি কলস।


সবাই রোজগার করেছে কড়ি
দিয়া কায়িক শ্রম;
'ভাবুক'ভাবিতে সবার মনে
আকিঁছে শুধু ভ্রম।


'ভাবুক'ভাবিছে মেঘ নিয়ে
তাই ভিজিয়াছে বৃষ্টি;
তবু মনে স্বপ্ন তার
করবে কিছু সৃষ্টি।


'ভাবুক'ভাবিতে দিন কেটেছে
নেমে এসেছে কালো রাত;
ভাবতে যেন নিশ্য হলো
ক্ষুদায় মেলেনা ভাত।


নিরালয়ে থাকতে নিরবের দল
'ভাবুক'কে দিলো দেখা;
'ভাবুক'ছন্দময় ভাবনা নিয়ে
শুরু করলো লেখা।


লেখতে লাগলো গগন,ধরনী
চন্দ্র,তারাঁ,মানব,রবি;
এই 'ভাবুক' তো সেইজন
সাহিত্যের স্বভাব কবি।