ধ্বংস জয় ক্ষিপ্ত হৃদয়
               কাঁদছে আকাশ কাঁপছে বাতাস
               ধূ ধূ মরুর বালুকণায় রপ্ত যেন
অগ্নিময়ী পৃথ্বীরাজে দীর্ঘশ্বাস;
ক্ষীণ ভক্ষণে রক্ষায় ভগ্ন
ভগ্ন তাই দুয়ার খুলে মগ্ন।


কোথায় আছে অগ্নি পাহাড় সূত্রে বিনাশ স্রষ্টা
দয়ার আর অনুগ্রহে তোরা অধম ভ্রষ্টা


কবির শরম ধিক্কারে
ঝঞ্ঝাবায়ু শংঙ্কা;
উদ্যত সে কর্মে মকর
তল্লাশি উন্মাদ ডঙ্কা;
ভগ্ন জয় দুয়ার মেলে অক্ষত
অনার্য বাল্মিকীর সক্ষত।


অট্টালিকা নরক এখন পাপের প্রাচীর ভেঙে;
সর্পদংশন নাইকো ভয়,
জাহান্নামেই বা কি বা হয়;
পাপের শিকল উদ্যত হোক রঙ বেরঙে।
সভ্যতাহীন,অশ্লীল, ধনক্ষয়
ভগ্ন জয় দুয়ার মেলে অক্ষয়।


কলুষ তোরা, ঘৃণিত আর অমানুষ
               নিরঞ্জনে সুখ পাস্ নে নেই তো হুশ।
              দৌরাত্ম্যের, পোশাকধারী, চতুষ্পদী
হুশ মেলেনি কেঁদে আবার ভাসায় নদী।
আন্দোলিত ক্ষয়ে পড়া জনক্ষয়;
ভগ্ন  জয় দুয়ার খুলে অক্ষয়।


অপচিকীর্ষা আর অন্ধ তোরা
জারজ নামের কর্ম;
নাস্তিকতা আর মুরতাদ আরো
লুটে নেয়া সে ধর্ম।
উত্তাল ফেটেছে বক্ষয়
               নগ্নতায় দুয়ার খুলে অক্ষয়।