রুদ্ধ শাসন শোষণ করে,
অভ্র ভেদি হুংকারে টক্করে।
মহা সিন্ধু জয় করে
                           উদ্যত স্বাধীনতা,
শন-শনিয়ে দুর্দম প্রলয় ব্যথা।


ভীতু তোরা,ওরে ভীতু,
            পাস্ নে ফাগুন বুকে আগুন
জ্বলবে এবার তেজী
খুনসুড়ি আর ফুলকুঁড়িরা
            ভীতু!


শনশনিয়ে ভনভনিয়ে
               শোষণ এলাম,
পদ্মপাতা নরম জলে ভীতু তোরা
স্বাধীনতার সব হারালাম।
ভেঙে চুরমার শক্ত হাতে
        ধর্ লাঠি,
শোষণ-অত্যাচারে দাফন করে
        দে মাটি।
পারতে হবেই যুগের বাণী হে যুবক,
ভিতু নই, ভিতু নই, ভিতু নই তোরা
                       হুংকার দে পালাক দুখ।


ধর্ম লয়ে নয়রে ছিনিমিনি,
                       লম্পটদের আজ চিনি।
প্রলয় নিসান দেহে জাগে
        রুদ্ধ স্বরে,
রাঙা আবির স্বাধীনতার
        খুঁটি নড়ে,
শক্ত হাতে পাঞ্জা ধরে
         যা লড়ে,
ভিতু নই তোরা হে যুবক
                    দূঃশাসন সব যাবে উড়ে।


স্বাধীনতা ভাঙ্গা কেন বুকের পাঁজর!
          তোরা সব যুদ্ধে নাম্
তিরিশ লাখের রক্তনদী
কেন আজ মিথ্যে দাম।
ভেঙে ফেল, ভেঙে ফেল, ভেঙে ফেল ঐ
পশুর চরিত ঘর,
          মানবতা নই উদাস বৃথা
                       পর!