রক্তখেকো পাকবাহিনী
করলো শোষণ দেশটা,
বাঙালিদের হটিয়ে দিয়ে
দেখবে ওরা শেষটা।


বঙ্গবন্ধুর সাত ই মার্চের
শুনলো ভাষণ সবে,
রক্ত যদি হয় প্রয়োজন
জীবন দিতে হবে।


পঁচিশে মার্চ মধ্য রাতে
কাপুরুষের দল,
ঘুমন্ত সেই বাংলার পরে
ধরলো গুলির নল।


ছাব্বিশে মার্চ মুষ্টি হাতে
শুরু হলো যুদ্ধ,
তিরিশ লাখের প্রানের দায়ে
'নয় মাস জুড়ে রুদ্ধ।


ডিসেম্বরের ষোল তারিখ
পেলাম হাতে দেশটা,
পাক বাহিনী দেখলো এবার
বীর বাঙালির শেষটা।