বন্ধু ওরাই আপনজন,
ইহুদি,পার্সি,জৈন,সাওতাল-ভীল মোসলমান,
গীতা,বাইবেল,বেদ,কোরান গন্থে জুড়ে;
হৃদয়ে সে নিভৃত অন্তরালে পবিত্র সুরে।
যাযাবর,বেদে  জাতিতে হিংসার পদতলে,
সমতায় আজিকে উন্মুখ হবে রিক্ত বদলে।
                               বন্ধু এ যে স্বজনপ্রীতি,
জেন্দাবেস্তা মহাগীতায় রাঙবো সীথিঁ।
মোল্লা,চার্বাক,ঠাকুর,শাক্যমুনি
উদ্ধত-শীর কিনাঙ্ক যেন সবাই গুণী।
ফরমান কত অমর বানী বিবর-গর্তে,
গরল-পিয়ালায় বিষ পানের শর্তে।
                                     বন্ধু ওরাই স্বজন,
সাদা কালোর ঢলে ভেতরে লালের প্লাবন।
কাশী,মথুরা, বুদ্ধ গয়া,বৃন্দাবন,
পবিত্র তম স্নিগ্ধ হৃদয়ে সবই আপন।
বেদ-বেদুঈন মুসলিম আর ক্রিশ্চান,
ধর্মে কর্মে মনে জনে মিটে সব ব্যাবধান।