ফুল বাগানে ফুল দুলেছে
আনন্দে তাই মন ভুলেছে
নানা রঙের ঢেউ,
হাসলো আকাশ উচ্চস্বরে
হৃদয় যেন গেল ভরে
বুজলো নাতো কেউ।


হাসির রেখা দেখবি যদি
দেখতে হলে সুখের নদী
ব্যাকুল হতে হবে,
কত রঙের সাদা মেঘে
ছুটছে বাতাস আপন বেগে
দীপ্ত হাসি রবে।


এইযে ফাগুন রঙে রঙে
সেজেছে বেশ ঢঙে ঢঙে
আড়াল করা হাসি,
বুকের মাঝে কষ্ট রেখে
জানিয়ে দেই আবির মেখে
ফাগুন ভালোবাসি।


দুঃখগুলো দেই উড়িয়ে
পাল্টে যাওয়া দিন ঘুরিয়ে
স্বপ্ন একে যাবো,
কালো প্রাচীর সবই ভুলে
হিংসাগুলো নেব তুলে
ফাগুন খুঁজে পাবো।