হে মোর প্রিয়ে
      খোলা চুলের দোলায় ভেসেছি
                   বারে বারে;
              ওগো মোর প্রিয়ে।
         কখন রোদের উষ্ণ হৃদয়  
          তোমায় ডেকেছে আখি,
                কখনও আবার
       আপন মনের উতলা মায়ায়
             বাজি হেথায় রাখি।
      সুরের মাদলে তোমারও আজ
               জাগুক হিয়ায়
                 উতলা দিশে,
       উদাসী মনে বাসন্তি বাজুক
               লাজুক কথায়
                     মিশে।


        সুরগুলো আজ বেসুরে বাজে
                মেতেছে মন
                 ধিনতাধিন,
        কখনও সেথায় তৃষ্ণা চোখে
            করেছ আমায় ঋণ।
         বুকে ঝড় তুল হে প্রিয়ে
          কাছে ডাকি জাগে লাজ,
               সঞ্চারি হিয়া
              কতটুকু জানো
         জাগে বারে বারে সাজ।