মুয়াজ্জিনের আজান ধ্বনি ঐ শোনা যায় চল নামাজে,
খোদার পায়ে সিজদা লুটে সাজবো এবার নতুন সাজে।
শত পাপ-তাপ ধুয়ে-মুছে করবো আজ ধরা মধুময়,
হাজার বেদনা যাক না হারিয়ে মহান আল্লাহর একটু সদয়।


কত মুশরিক আল্লাহর দুশমন করছে বসে কটু বুদ্ধি,
খোদার আলোয় ধ্বংস হবে শুধরে নিক সব আপন সিদ্ধি।
জগত জুড়ে খোদা ভক্ত আছে কত জন নিবির প্রেমে,
খোদার দিদার হাসিল করে লুকিয়ে সেথা এ ধরা শ্রমে।


তাদের দলে শামিল করো হয়েছে যারা তোমার প্রিয়,
ঈমান নিয়ে ছেড়েছে জগৎ আমার আর্জি মেনে নিও।
জানিনা কখন আসবে বিদায় কালিমা মুখে দিও পড়িয়ে,
ওগো আল্লাহ তোমার প্রিয় বান্দায় সেক্ষনে রেখ জড়িয়ে।


সকল ভয়কে জয় করবার সাহস দিয়ো তোমার কুদরতি হৃদয়,
হে রাসুল ওগো খোদার হাবীব বেসেছি ভালো দুনিয়ায়।
উম্মত বলে পরিচয়ের আশা মিটিও কাল হাশরে,
তোমারও সুন্নাহ মেনে চলে যেতে পারি যেন রাসুল কবরে।


মুয়াজ্জিনের আজান হলো নামাজে যাবো চল না সবাই,
খোদার মশাল জ্বলুক ধরায় শান্তি সুখের লাগাম যেন পাই।